লায়ন্স ক্লাব অব চিটাগাং প্লাটিনামের উদ্যোগে গতকাল শনিবার হালিশহরস্থ মোল্লাপাড়া আব্দুল হামিদ সরকার হামিউস্ সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য। ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট ও জোন চেয়ারপার্সন লায়ন কে এম মাহবুবুর রহমান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, জোন চেয়ারপার্সন লায়ন সুব্রত ভৌমিক।
রিজিওন চেয়ারপার্সন ও ক্লাব কো-অর্ডিনেটর লায়ন আব্দুল্লাহ আল হোছাইনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম, লায়ন কামরুল হাসান ইকবাল খোকন, ক্লাব সেক্রেটারি লায়ন প্রবীর কুমার দত্ত সাজু, লায়ন ফরিদ মজুমদার, লায়ন এমডি নাঈমুল ইসলাম মাসুদ, লায়ন মীর মিজারুল কায়েস, লায়ন অরুন চক্রবর্তী, লায়ন ইভানা আরাফাত রনি প্রমুখ। সবশেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মৌলানা মোহাম্মদ হারুন। প্রেস বিজ্ঞপ্তি।