বিশ্ব এতিম দিবস উপলক্ষে স্মাইল বাংলাদেশের উদ্যোগে গতকাল বুধবার নগরীর ৭টি এতিমখানার শিশুদের নিয়ে কেরাত, ইসলামি সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয় একটি রেস্টুরেন্টে।
স্মাইল বাংলাদেশ সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্রফেসর মির্জা মুহম্মদ শহীদুল্লাহ, জসিম উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী, ফরহাদ ইসলাম, কামরুল পাভেল, নজরুল ইসলাম জয়, ইমরান, হৃদয়, তুহিন, মুহিব, শাবনাজ, তানচুরা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এতিমরা সমাজের সবচেয়ে অবহেলিত ও সুবিধা বঞ্চিত। মা বাবা ছাড়া একটি শিশু বর্তমান সময়ে জীবন যাপন করা অনেক কঠিন। প্রেস বিজ্ঞপ্তি।












