এতিমখানার ছাত্রদের পাশে মমতাজ উদ্দিন ফাউন্ডেশন

| শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৯:২২ পূর্বাহ্ণ

মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে গত বৃহস্পতিবার নগরীর শাহ আমানত দরগাহ সংলগ্ন গাউছিয়া তৈয়্যবিয়া এতিমখানার হেফজ ছাত্রদের মাঝে সকাল সকাল ১০ টায় কম্বল বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ শাহাদাত হোসেন রুমেল, কোষাধ্যক্ষ লায়ন আবু নাসের রনি, ফাউন্ডেশনের জয়েন সেক্রেটারি রফিকুল ইসলাম, সদস্য মোহা. আরাফ, হাফেজ আল আমিন, আনোয়ার ইসলাম প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল বলেন, আমরা চট্টগ্রামের ৪১টা ওয়ার্ডের বেশ কিছু পয়েন্টে কম্বল বিতরণ শুরু করেছি যা চলমান রয়েছে। এবার বিভিন্ন এতিমখানার ছাত্রশিক্ষকদের মাঝে ও কম্বল বিতরণ করবে ফাউন্ডেশন। তার মধ্যে গাউছিয়া তৈয়্যবিয়া হেফজখানা, মুইয়্যারচর মাদরাসা সিলেট, মারকাজু সুন্নাহ মডেল মাদরাসার এতিমখানা, ঢাকা আসকোনা, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা চট্টগ্রামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সরকারি সিটি কলেজে গীতাপাঠ প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আবৃত্তি অনুষ্ঠান