এতিম

মোহাম্মদ আবদুল মালেক | মঙ্গলবার , ১১ মার্চ, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

কিছু দিন আগে এক এতিমখানায় গিয়েছিলাম শীতের কম্বল বিতরণের জন্যে। গিয়ে এতিম সম্বন্ধে অনেক জ্ঞান বৃদ্ধি হল।

এতিম আবার অনেক প্রকার। সাধারণ সংজ্ঞায় যাদের মাবাবা নাই তারা এতিম। আবার এই দুনিয়ায় যাদের কেউই দেখভাল করার নেই তারাও এতিম। প্রথম সংজ্ঞা মতে আমিও এতিম।

কিছু দিন আগে অফিসে কাজ করছিলাম। এক লোক আসলেন, সঙ্গে ১০/১২ বছরের ছেলে। জিজ্ঞেসা করলামকী ব্যাপার? বললছেলেকে এতিমখানায় দিতে চাই।

ভালকেন এতিমখানায়? তার কি মা বাবা নাই? উত্তরে বললেন, আমিই তার বাবা। তাহলে তো সে এতিম নয়। তার মা কি বেঁচে আছে? বললেন, হ্যাঁ। তাহলে সে মোটেও এতিমের সংজ্ঞায় পড়ে না।

তিনি বললেন, আমার দু’ছেলে। আমার অবস্থা ভাল না। বড় ছেলেকে গ্রামের প্রাইমারি স্কুলে ভর্তি করে দিয়েছি। আর একে যদি এতিমখানায় ভর্তি করে দিতে পারি তা হলে বেঁচে যাই। বললাম, আপনি বেঁচে থাকতে কেন তাকে এতিম বানালেন? এর কোনো সদুত্তর পাইনি।

যাক যা লেখার জন্যে এই অবতারণা সেই বিষয়ে আসি। এক ভদ্র লোকের বউ মারা গেছেতিনি সাত সকাল থেকে বিলাপ (উচ্চৈঃস্বরে) করে কাঁদছেন। পাড়ার লোক তাকে বুঝাচ্ছেন আরে ভাই বউ মরলে কেউ এইভাবে কাঁদে নাকি? তাকে পড়শিরা যত বুঝায় সে আরও জোরে কাঁদে। তখন সে বলল মা বাবা যখন মারা গেল তখন এতিম হইনি। আজ বউ মারা যাওয়ার পর এতিম হলাম। পড়শিরা বলল তোর কি মাথা খারাপ হয়েছেবউ মরলে কি কেউ এতিম হয়?

তখন সে যা বলল তা হলদুর্ভাগ্য আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স ১২। আমি যখন বাবা মারা যাওয়ার শোকে কাঁদছিলামতখন পাড়ার সব পুরুষরা এসে বলেছিলআরে বেটা এই ভাবে কাঁদছিস কেন? তোর এক বাপ গেছে কি হয়েছেআমরা এত বাপ আছি না? কোনো অসুবিধা নেই। আমরা সবসময় তোর পাশে থাকব। তখন আমি এক বাপ হারিয়ে শত বাপ পেয়েছি।

ওই যে বলছিলামদুর্ভাগ্য আমাকে ছাড়ে না। আমার বয়স যখন ১৬, তখন আমার মা মারা যান। তখন গ্রামের সব মায়েরা এসে বললতোর মা মারা গেছে কি হয়েছে। আমরা আছি না। তখন এক মা গেলেও শত মা পেয়েছিলাম।

কিন্তু দেখেন কি দুর্ভাগ্য আমার, রাতে বউ মারা যাবার পর থেকে কাঁদছি কিন্তু গ্রামের একইজন বউ কি এসে বলেছে তোমার বউ মারা গেছে তাতে কি? আমরা এত বউ আছি না। এখন আপনারাই বলুনএক বাবা মারা যাওয়ায় শত বাবা পেয়েছি। তখন “ছেইজ্যা” হইনি। যখন মাও মারা গেল তখন পাড়ার সব মহিলা এসে সান্ত্বনা দিয়ে বলে গেলতোর এক মা মরেছে কি হয়েছে আমরা আছি না। এক মা হারিয়ে সেবার শত মা পেয়েছিলামতাই দুঃখ কমেছিল। এতিম হইনি।

কিন্তু বউ মারা যাওয়ার পর সত্যি এতিম হয়ে গেছি। ভেবে দেখুনসে সকাল থেকে কাঁদছিকিন্তু পাড়ার কোনো বউ কি এসে বলেছে এক বউ গেছে কি হয়েছে আমরা আছি না। এখন বুঝতে পারছি বাবামা মারা যাওয়ার পর এতিম হইনি। কারণ এক বাবা মা মারা যাওয়ার পর শত মা বাবা পেয়েছি।

কিন্তু বউ মারা যাবার পর এক বউও পাইনি। তাই আজকে বউ মারা যাওয়াতে এতিম হলাম।

পূর্ববর্তী নিবন্ধ‘ভুয়া’ নোটারিতে বোনকে গুলশানের ফ্ল্যাট দেন টিউলিপ, বলছে দুদক
পরবর্তী নিবন্ধচান্দগাঁও আবাসিকে ওয়াসা কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি