এডেনের গভর্নরকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলা, নিহত ৬

| মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ১১:০৬ পূর্বাহ্ণ

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের গভর্নরের গাড়িবহর লক্ষ্য করে চালানো গাড়ি বোমা হামলায় অন্তত ছয় জন নিহত ও সাত জন আহত হয়েছেন। রোববারের এ বিস্ফোরণে শহরটি কেঁপে উঠেছিল বলে টুইটারে জানিয়েছেন ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, গভর্নর আহমেদ লামলাস ও কৃষিমন্ত্রী সালেম আল সুকাত্রি ‘সন্ত্রাসীদের হত্যা চেষ্টা’ থেকে রক্ষা পেয়েছেন। তারা দু’জনেই ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) সদস্য বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।
স্থানীয় সরকারের এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে গভর্নরের প্রেস সেক্রেটারি, তার ফটোগ্রাফার, তার নিরাপত্তা প্রধান এবং তার চতুর্থ একজন সঙ্গী ও রাস্তার পাশে থাকা একজন বেসামরিক রয়েছেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির সদরদপ্তর এডেনের যেখানে সেই আল-তাওয়াহি এলাকাতেই হামলার ঘটনাটি ঘটেছে। সেখানে পুড়ে যাওয়া একটি গাড়ির পাশে রাস্তায় কম্বল দিয়ে ঢাকা একটি মৃতদেহ পড়ে ছিল বলে জানিয়েছে রয়টার্স। হামলার পরপরই ওই এলাকায় দমকল বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। লামলাস এসটিসির মহাসচিব। এডেনের নিয়ন্ত্রণ নিয়ে সৌদি আরব সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে এসটিসির দ্বন্দ্ব আছে। এসটিসির সদস্যদের মধ্যেও অন্তর্কোন্দল আছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এসটিসির মুখপাত্র আলী আল-কাথিরি এ হামলার দায় দিয়েছেন ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠীগুলোকে।

পূর্ববর্তী নিবন্ধজম্মু ও কাশ্মীরে গোলাগুলিতে সেনাবাহিনীর ৫ সদস্য নিহত
পরবর্তী নিবন্ধজার্মানির মসজিদে মাইকে জুমার আজানের অনুমতি