এডিস মশার লার্ভা পাওয়ায় ৮ ভবন মালিককে জরিমানা

ড্রোন দিয়ে চান্দগাঁও আবাসিক এলাকা পর্যবেক্ষণ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় মশার লার্ভা পাওয়ায় ৮ ভবন মালিককে ৪১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

সংশ্লিষ্টরা জানান, অভিযানে এডিস মশার উৎসস্থল বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হয়। এসময় নির্মাণাধীন ভবনের নিচে, ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম আজাদীকে বলেন, চান্দগাঁওয়ের অবস্থা বেশি খারাপ। অন্যান্য এলাকার তুলনায় চান্দগাঁও তুলনামূলক বেশি অপরিচ্ছন্ন পেয়েছি আমরা। বিশেষ করে অনেকে বাড়ি নির্মাণের সময় বাড়ির অভ্যন্তরীণ নালা নির্মাণ করেছেন ত্রুটিপূর্ণভাবে। ফলে ভবনের পানি সরাসরি নালায় না গিয়ে জমে মশার প্রজননের ঝুঁকি বাড়াচ্ছে। অভিযানে জরিমানার পাশাপাশি বাড়ি মালিকদের সাথে কথা বলে এ বিষয়ে সচেতন করার চেষ্টা করছি আমরা।

এদিকে অভিযানে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. আবুল হাশেম এর নেতৃত্বে চসিকের কর্মীরা মশক নিধনে কীটনাশক ছিটান। এছাড়া জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিং ও লিফলেট বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে সংকট নেই, বিএনপিতে সংকট ঘণীভূত হচ্ছে : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু