এডিস মশার লার্ভা পাওয়ায় ৬ ভবন মালিককে জরিমানা

পাঁচলাইশ আবাসিক এলাকায় অভিযান

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় এডিস মশার লার্ভা পাওয়ায় ছয় ভবন মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমা। অংশ নেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

অভিযানে নির্মাণাধীন ভবনের নিচে, ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া গেছে। এসময় এডিস মশা প্রতিরোধে জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণের পাশাপাশি মশা নিধনে কীটনাশক স্প্রে করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ উপকূলে ট্রলার ডুবি, ১০ জেলের সকলকে জীবিত উদ্ধার
পরবর্তী নিবন্ধজুতার ভেতরে ইয়াবা পাচার