বাড়ির ছাদ বাগানের ফুলের টব ও নির্মাণাধীন ভবনের নীচে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় নগরে সাত ভবন মালিককে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর জানান, মেহেদীবাগ ও চট্টেশ্বরী রোড, উত্তর পাহাড়তলী জালালাবাদ হাউজিং ও পাহাড়তলী রেলওয়ে হাউজিং এলাকায় এডিস মশা বংশ বিস্তার রোধে বিভিন্ন বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে জমাট পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় এবং ভবিষ্যতে পানি জমা থাকলে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য কঠোরভাবে ভবন মালিকদের নির্দেশনা প্রদান করা হয়।