এডিশ মশার হটস্পটে সার্ভে শুরু

সিভিল সার্জন কার্যালয়

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ জুলাই, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

ডেঙ্গুর বাহক এডিশ মশার হটস্পটগুলোতে (প্রজননস্থল) সার্ভে কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। গতকাল নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল ও চান্দগাঁও আবাসিক এলাকার বিভিন্ন স্পট থেকে এডিশ মশার লার্ভার নমুনা সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়েছে। জেলা কীটতত্ত্ববিদ এন্তেজার ফেরদাউছের নেতৃত্বে সিভিল সার্জন কার্যালয়ের চার সদস্যের একটি টিম এ সার্ভে পরিচালনা করছে। দুই সপ্তাহ ধরে এ সার্ভে কার্যক্রম পরিচালনা করার কথা জানিয়ে জেলা কীটতত্ত্ববিদ এন্তেজার ফেরদাউছ বলেন, হটস্পটগুলো থেকে আমরা মশার লার্ভার নমুনা সংগ্রহ করছি। যেখানে মশার লার্ভা পাওয়া যাচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের এ বিষয়ে সচেতন করছি। এভাবে মহানগরের বিভিন্ন হটস্পটগুলো থেকে আমরা লার্ভার নমুনা সংগ্রহ করবো এবং একই সাথে স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টির কাজ করবো। সংগৃহীত লার্ভার নমুনা পরীক্ষানিরীক্ষার মাধ্যমে এডিশ মশা কোন ধরণের জায়গায় ডিম পাড়ছে বা বংশ বিস্তার করছে তা বের করা হবে। পাশাপাশি মশার ঘনত্বের অবস্থা নির্ণয় করা হবে। দুই সপ্তাহ ধরে এ সার্ভে কার্যক্রম চলবে বলেও জানান এন্তেজার ফেরদাউছ।

পূর্ববর্তী নিবন্ধআড়াই ঘণ্টায় ট্রেন যাবে কক্সবাজার
পরবর্তী নিবন্ধসজাগ না হলে ডেঙ্গু আরও ভয়াবহ হতে পারে : স্বাস্থ্যমন্ত্রী