এডিবি ভবনের সামনে হাতবোমা বিস্ফোরণ

কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ

আজাদী ডেস্ক | রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৪:৪৩ পূর্বাহ্ণ

রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। গতকাল শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে সেখানে বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

শেরে বাংলা থানার ওসি ইমাউল হক বলেন, এডিবি ভবনের সামনের সড়কে বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অপরাধীদের শনাক্তের চেষ্টা শুরু করেছে থানা পুলিশ। খবর বিডিনিউজের।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চব্বিশের জুলাই আন্দোলন দমানোর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গত কয়েকদিন থেকে বিক্ষিপ্তভাবে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে রাত সাড়ে ১০টার দিকে আগারগাঁও আইডিবি ভবনের সামনে মেট্রোরেল স্টেশনের নিচে আরেকটি ককটেল ফাটানো হয়। এতেও কারো আহত হওয়ার তথ্য পায়নি পুলিশ।

পল্লবী ও হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ : বাংলানিউজ জানায়, রাজধানীর মিরপুরের পল্লবী থানা এলাকায় মেট্রোরেলের স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় লোকজন ও পুলিশ সেখানে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। গতকাল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মিরপুর১২ নম্বর মেট্রো স্টেশনের নিচে এ ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, মেট্রোরেলের একটি পিলারের নিচে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সেটি ককটেল নয় চকলেট পটকা। তার উপরে স্কচটেপ মারা হয়েছে। ভীতি সৃষ্টি করার জন্য এই বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এদিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সেতুর পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, সন্ধ্যার পরে হাতিরঝিল মধুবাগ ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, মধুবাগ ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণে মোটরসাইকেল আরোহী একজন সামান্য আহত হয়েছেন। তার মোটরসাইকেলও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজীপুরে চলন্ত বাসে আগুন : বিডিনিউজ জানায়, গাজীপুর মহানগরীতে একটি চলন্ত বাসে আগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল রাত পৌনে ৮টায় ঢাকাময়মনসিংহ মহাসড়কের হারিকেন কারখানা এলাকায় এ ঘটনা ঘটে বলে গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়। বাসের ভিতরে কয়েকজন যাত্রী ছিল। তারা সবাই নিরাপদে নেমে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর চালক ও তার সহকারীকে ঘটনাস্থলে দেখা যায়নি।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাছা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগে ভেতরে পুড়ে গেছে। বাসটি গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারী ডুয়েলগেজ প্রকল্পে শম্বুকগতি
পরবর্তী নিবন্ধমহানগর ও বিশেষায়িত ইউনিটে নতুন পোশাকে পুলিশ