যুদ্ধের প্রেক্ষাপটে অর্থনীতিতে ব্যয় সাশ্রয় ও প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার নির্ধারণের মধ্যে নতুন অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারের খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন; যাতে এবারও একক খাত হিসেবে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ। কমিশন আগামী ২০২৩–২৪ অর্থবছরের জন্য প্রায় ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার নতুন এডিপির আকারের খসড়া ঠিক করেছে, যা চলতি ২০২২–২৩ অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি। আর তা চলতি অর্থবছরের মূল এডিপির তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি। গত রোববার পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় এডিপির খসড়া চূড়ান্ত করা হয়। খবর বিডিনিউজের।
প্রস্তাবিত এডিপিতে এবারও একক খাত হিসেবে পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ৭৫ হাজার ৯৪৪ কোটি টাকা বা মোট বরাদ্দের প্রায় ২৯ শতাংশ রাখা হয়েছে বলে প্রস্তাবিত খসড়ায় দেখা যায়। পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল আলম বলেন, নতুন এডিপিতে যোগাযোগ অবকাঠামো ও কৃষিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর কারণ তুলে ধরতে গিয়ে তিনি বলেন, এখনও কৃষি খাতেই আমাদের সবচেয়ে বেশি কর্মসংস্থান। আবার সহজ যোগাযোগ ব্যবস্থার সুযোগ নিয়ে সেই কৃষি পণ্যই পাবে তুলনামুলক বেশি মূল্য। কৃষকের হাতে যাবে বেশি টাকা। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হওয়ার মাধ্যমেই চাঙ্গা হবে জাতীয় অর্থনীতি। একক খাতে বরাদ্দের বেলায় গত কয়েক বছর ধরেই এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। চলতি ২০২২–২৩ অর্থবছরে বরাদ্দ ছিল প্রায় ৭১ হাজার কোটি টাকা। এবার তা আরও প্রায় চার হাজার কোটি টাকা বাড়ানো হচ্ছে।












