নগরীর ৩৯ নং ওয়ার্ড দক্ষিণ হালিশহরের হোন্দল পাড়ায় ৪র্থ দফায় করোনাকালীন মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বন্দরের সভাপতি মো. মফিজুর রহমান। এসময় জাসদ ইপিজেড থানা নেতা মানিক বড়ুয়া, মু. বাবুল হোসেন বাবলা, মো. আসাদুল ইসলাম, রুমা ইয়াছমিন, তাহমিনা ইসলাম, জাহিন পারভীন, কনা দাশ ও রুমা দেবী উপস্থিত ছিলেন।
মাস্ক বিতরণকালে নেতৃবৃন্দ এডিডিএসকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












