চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট রহিম উল্লাহ আর নেই। গত মঙ্গলবার দিনগত রাত ৩ টার দিকে তিনি নগরীর ডিসি রোডস্থ বাসায় মারা যান (ইন্নালিল্লাহে.. .রাজেউন)। কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা এডভোকেট রহিম উল্লাহর নামাজে জানাজা গতকাল বুধবার সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে যান। এডভোকেট রহিম উল্লাহর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এনামুল হক ও সাধারণ সম্পাদক এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।