চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক মহানগর পিপি এডভোকেট ফেরদৌস আহমেদ ( ৮০) আর নেই (ইন্না–লিল্লাহ— রাজেউন)। তিনি গতকাল শনিবার রাত সাড়ে ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। আজ রোববার সকাল ১০টায় চন্দনপুরাস্থ এমডিসি ভবনের নীচে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। একইদিন বাদ আছর মরহুমের বাঁশখালীর কালীপুরস্থ গ্রামের বাড়িস্থ মসজিদ চত্বরে ২য় জানাজা শেষে দাফন করা হবে। ৫১ বছরের বর্ণাঢ্য আইন পেশায় এডভোকেট ফেরদৌস আহমেদ সৎ ও দক্ষ আইনজীবী হিসেবে সর্বমহলে সমাদৃত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ও সম্পাদক এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। প্রেস বিজ্ঞপ্তি।