ফৌজদারি বিশেষজ্ঞ আইনবিদ এডভোকেট আলহাজ্ব জহিরুল হকের আজ ১৯ তম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের ২৩ মার্চ তিনি ইন্তেকাল করেন। তাঁর জন্ম পেকুয়া উপজেলার উজানঠিয়া গ্রামে।
তাঁর পিতা নজির আহমদ চৌধুরী একজন সমবায়ী (চকরিয়া বদরখালী সমবায় সমিতি) ছিলেন। এডভোকেট জহিরুল হকের সি.আর.পি.সি, পেনাল কোড, সাক্ষ্য আইন সমগ্র দেশের আইনাঙ্গনে যুগ যুগ ধরে সু–পরিচিত। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ পরিবারের পক্ষ থেকে কবর জেয়ারত, দোয়া মাহফিল ও মিসকিন খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। খবর প্রেস বিজ্ঞপ্তির।