এটি প্রাতিষ্ঠানিক ও ঐতিহাসিক সন্ধিক্ষণ

সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন শেষে প্রধান বিচারপতি

| শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ৮:৫২ পূর্বাহ্ণ

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেছেন। এ সময়, এ বহুল আকাঙ্ক্ষিত এ মুহূর্তকে তিনি প্রাতিষ্ঠানিক ও ঐতিহাসিক সন্ধিক্ষণ বলে অভিহিত করেন।

গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন(সুপ্রিম কোর্ট জামে মসজিদ সংলগ্ন) এলাকায় প্রস্তরফলকের কাপড় সরিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ ভবন উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন। খবর বাসসের।

প্রধান বিচারপতি বলেন, আজকে আমরা প্রকৃত অর্থে প্রাতিষ্ঠানিক এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এখানে যাদেরকে দেখছেন প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এই অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় এবং অংশীদার হিসেবে আমরা কিন্তু সকলে সম্মিলিত হয়ে এই প্রাপ্তি অর্জন করেছি। তিনি আরও বলেন, তবে, আমাদের যাত্রা কিন্তু এখানেই শেষ না। আমাদের এখন সবচেয়ে বড় যে আমাদের পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে এই সচিবালয়ের যে কার্যক্রম তার স্থায়িত্ব বজায় রাখা। সামনের মাস এবং বছরগুলো বলে দেবে সেটা আমরা কত সাফল্যের সাথে সেটা আমরা অর্জন করতে পারব। সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিচারকার্য পরিচালনা করার আমাদের সাংবিধানিক ক্ষমতা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করা সেটা কিন্তু সবকিছু একীভূত হয়ে গেল সুপ্রিম কোর্টের কাছে। এটার সাফল্য যতটা আমাদের অর্জন হিসেবে গণ্য হবে, আবার এটার ব্যর্থতাও কিন্তু আমাদেরকে আমাদের মেনে নিতে হবে। তিনি আরো বলেন, সেই দিক থেকে আমি সবার কাছে আমার আহ্বান রইলো আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই এবং আমাদের যত অংশীদার আছেন তাদের সবাইকে আইনের শাসন ও গণতন্ত্রের অগ্রযাত্রাকে বজায় রাখবেন।

পূর্ববর্তী নিবন্ধ৪৮ ঘণ্টার মধ্যে সকল নির্বাচনী প্রচারসামগ্রী সরানোর নির্দেশ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা