এটিএম বুথ থেকে তিন কোটি টাকা লোপাট, গ্রেপ্তার ৮

| সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৭:৩২ পূর্বাহ্ণ

একটি বেসরকারি ব্যাংকের দুই শতাধিক এটিএম বুথ থেকে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আট জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব বলছে, ওই ব্যাংকের বুথ ‘মেনটেইনেন্সের’ দায়িত্বে ছিল যে কোম্পানি, সেখানেই চাকরি করতেন ওই আটজন। একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলে তারা এটিএম বুথ থেকে টাকা আত্মসাত করে আসছিলেন। গ্রেপ্তাররা হলেন- আব্দুর রহমান বিশ্বাস (৩২), মো. তারেক আজিজ (২৫), তাহমিদ উদ্দিন পাঠান ওরফে সোহান (২৮), মো. রবিউল হাসান (২৭), হাবিবুর রহমান ওরফে ইলিয়াস (৩৬), মো. কামরুল হাসান (৪৩), মো. সুজন মিয়া (৩১) ও মো. আব্দুল কাদের (৪৩)। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান। খবর বিডিনিউজের।
গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই চুরির সাথে ব্যাংক কর্তৃপক্ষ বা বুথ ‘মেনটেইনেন্সের’ দায়িত্বে থাকা কোম্পানির কেউ জড়িত নয়। ওই দুই প্রতিষ্ঠানের নামও তিনি বলেননি। অভিযানে র‌্যাব একটি এটিএম কার্ড, চারটি আইডিকার্ড, একটি স্বর্ণের হার, এক জোড়া বালা, এক জোড়া কানের দুল, একটি আংটি এবং ৯ লাখ ৪১ হাজার ৫৫৫ টাকা উদ্ধার করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। খন্দকার আল মঈন জানান বলেন, বাংলাদেশে ব্যাংকের এটিএম বুথের ব্যবস্থাপনার কাজটি করা হয় থার্ড পার্টির মাধ্যমে। সেই কোম্পানি বুথে টাকা রাখা, নিরাপত্তা, কারিগরি মেরাত এবং পর্যবেক্ষণের দায়িত্ব পালন করে।

পূর্ববর্তী নিবন্ধমিয়াখান নগরে অগ্নিকাণ্ডে ৭০টি কাঁচাঘর ভস্মিভূত
পরবর্তী নিবন্ধপুলিশি বাধায় ছত্রভঙ্গ ছাত্রদলের মিছিল