ঈদ উপলক্ষে এটিএম বুথগুলোতে বাড়তি টাকার যোগান দেয়া হয়েছে। ঈদে গ্রাহকদের আর্থিক প্রয়োজন মেটাতে বিভিন্ন ব্যাংক প্রতিটি এটিএম বুথে আগামী তিনদিনের প্রয়োজনীয় টাকার যোগান দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সীমিত পরিসরে কিছু ব্যাংক চলেছে। গরুর বাজারকেন্দ্রিক কিছু ব্যাংক আজও সীমিত পরিসরে খোলা থাকবে। তবে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা দেয়া হয়েছে বলে বিভিন্ন ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
ঈদ উপলক্ষে আগামী ১ জুলাই পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। ২ জুলাই থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে। এতে করে গ্রাহকদের যাতে নগদ টাকার কোনো সমস্যা না হয় সেজন্য গতকাল প্রতিটি এটিএম বুথেই স্বাভাবিক সময়ের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ বাড়তি অর্থ রাখা হয়েছে। বুথগুলোর স্বাভাবিক লেনদেন হিসেব করেই বাড়তি টাকার যোগান দেয়া হয়েছে।
মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, কোরবানির ঈদে মানুষের শেষমুহূর্তেও প্রচুর টাকার প্রয়োজন হয়। অনেকেই গরু ছাগল শেষ সময়ে কিনেন। তাই গ্রাহকদের যাতে অসুবিধা না হয় সেদিকে সর্বোচ্চ সজাগ থেকে প্রতিটি বুথে পর্যাপ্ত টাকা দেয়া হয়েছে।