দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২৫ বছর পূর্তি ও ২৬ বছরে পদার্পন করতে যাচ্ছে আজ। এ উপলক্ষে আজ সকাল ১১টায় এটিএন বাংলার চট্টগ্রাম স্টুডিওতে কোরানখানি, মিলাদ ও সুধি সমাবেশসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল ৩ টায় অনুষ্ঠানে যোগ দিবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ শুভানুধ্যায়ীদেরকে যথাসময়ে উপস্থিতির জন্য অনুরোধ জানিয়েছেন এটিএন বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলী আব্বাস। প্রেস বিজ্ঞপ্তি।