কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বাঙালি ইতিহাসের অবিচ্ছেদ্য নাম। একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ধৃষ্টতা প্রদর্শন করেছে। এটা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত। এই স্বাধীনতা বিরোধী অপশক্তির ঘৃণ্য তৎপরতা প্রতিহত করতে হবে।
বীর মুক্তিযোদ্ধাবৃন্দ : প্রতি বছরের মতো গতকাল বুধবার ঐতিহাসিক গৈড়লার টেক বিজয় মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা। পরে যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার উদয়ন নাথ, কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সম্পাদক কমরেড অশোক সাহা, বীর মুক্তিযোদ্ধা তপন দস্তিদার, পুলক দাশ, রঞ্জন সিংহ, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি এ্যানি সেন, যুগল সরকার, মৃদুল কান্তি বড়ুয়া, আবু তাহের, অমিতাভ সেন, মিলন কান্তি বড়ুয়া ও তাজুল মুল্লক।
দক্ষিণ জেলা কৃষকলীগ : লোহাগাড়ায় চট্টগ্রাম দক্ষিণজেলা কৃষকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল গত ৩ ডিসেম্বর লোহাগাড়া উপজেলা পরিষদ পাবলিক হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের দক্ষিণ জেলার সভাপতি মো. আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ। প্রধান বক্তা ছিলেন কৃষকলীগের সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। বিশেষ অতিথি ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি মোস্তাফা কামাল পাশা, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর আলম, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দীন হিরু, এড. উম্মে হাবিবা, এড. রাবেয়া বেগম, আরমান চৌধুরী, আ.খ.ম.জাহাঙ্গীর, মোতাহের হোসেন বাবুল, মোয়াজ্জেম হোসেন বাদল, সৈয়দ নুরুল আবছার, নবাব আলী, সত্য বড়ুয়া, মো. ইব্রাহিম চৌধুরী, আলী আহমদ, মাহমুদুল হক চৌধুরী, তুষার কান্তি বড়ুয়া, আবদুল জব্বার, রফিকুল ইসলাম চৌধুরী, নুরুল আলম মিন্টু, রকি সিকদার, সাইফুর রহমান, জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান এম.এ.ওয়াহেদ, আবদুস শুক্কুর, শিমুল বড়ুয়া, মো. আইয়ুব, কাজী শের আলী, মহিউদ্দীন, সাইফুল ইসলাম জিয়া, মো. সেলিম উদ্দীন, শফিক আহমদ, শরীয়ত উল্লাহ, মতিউর রহমান, শাহাব উদ্দীন, শামসুল আলম, জালাল আহমদ মেম্বার, মৃদুল বড়ুয়া, আনছারুল আলম, ফোরকান আহমদ, আনিসুল আরেফিন প্রমুখ।
নাসিরাবাদ পলিটেকনিক সি ইউনিট আওয়ামী লীগ : নাসিরাবাদ ওয়ার্ড পলিটেকনিক সি ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ২ নং গেট বিপ্লব উদ্যান চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পলিটেকনিক সি ইউনিট আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুলের সভাপতিত্বে ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন আ.লীগ নেতা মোতালেব সরকার, তুলাতুলি মহল্লা কমিটির সা: সম্পাদক মো. ফরিদ, ইফতেখার হাসান বেনজীর, আনোয়ারা আলম, সুমা আক্তার, লাকি বেগম, মো. কামাল হোসেন, মোহাম্মদ আসাদ, নূর মোহাম্মদ লিটন, মামুন রশিদ মামুন, মো. শফিকুল ইসলাম, মো. উজ্জল, মোহাম্মদ নাসির, মো. স্বপন, মো. মাসুদ, মো. আব্দুস শুকুর, মোহাম্মদ ইকবাল, রবিউল হোসেন সোহেল, ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, ইয়াসির আরাফাত, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ আসিফ, মেহেদি হাসান জয় ও নার্গিস আক্তার।
সন্দ্বীপ উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ : সন্দ্বীপে সন্দ্বীপ উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ইব্রাহিম খলিল বিপুল এবং সাধারণ সম্পাদক ডা. পুষ্পেন্দু মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৮ ডিসেম্বর অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুক্তাদের মাওলা সেলিম, সহসভাপতি ইকবাল ফারুক, সাধারণ সম্পাদক সফিকুল মাওলা, মাজহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন, পৌরসভার ছাত্রলীগের সভাপতি ফয়সাল উদ্দিন, সামছুল কবির জিয়াম, ইকবাল ফারুক, মাশরুম কামিল তকি, রেজাউল করিম ফাহাদ, নিপুল, সবুজ দাস, জুয়েল রানা, মো. জাকির হোসেন চৌধুরী, রিফাত মাহমুদ, আব্দুল্লাহ আল মানসাদ, নুরুল আহাদ ও প্রলয় দাস।
চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগ: কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে মাসুদ চৌধুরীর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মিজানুর রহমান চৌধুরী, এম.এস.নাঈম, বরাতুল হাসান বাবু,জাহেদ চৌধুরী, আরিফ, জাফর সাদেক, শাওন তালুকদার,রিয়াদ হোসেন চৌধুরী, গোলাম কিবরিয়া, হাসিফ, মাহি, সিফাত, তুষার প্রমুখ।