কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুতে হত্যা মামলার অভিযোগ নিয়ে আদালতে গেছেন তার ভাই আশিকুর রহমান সবুজ। তিনি হত্যা মামলায় আসামি করেছেন হুইপ শামসুল হক চৌধুরীর ছেলে চট্টগ্রাম চেম্বারের পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুনকে।
এ সম্পর্কে শারুন আজাদীকে বলেন, মুনিয়া নামের ওই মেয়েকে আমি সামনাসামনি কখনো দেখিনি। আমার সাবেক স্ত্রীকে নিয়ে এবং আনভীরের সাথে তার সম্পর্কের বিষয়ে জানাতে বিভিন্ন সময়ে আমাকে ফেসবুক ম্যাসেঞ্জারে নক করত এবং ফোন করে বিভিন্ন বিষয়ে ইনফরমেশন দিতে চাইত। আমি তাকে বলেছি, আমি এসব নিয়ে আগ্রহী নই। কেন এসব নিয়ে শুধু শুধু কথা বলব?
তিনি বলেন, আমার সাবেক স্ত্রীর সাথে আমার তালাক হয়ে গেছে। এখানে আমি কী বলতে পারি? যার (মুনিয়া) সাথে আমার কোনোদিন দেখা হয়নি, যার সাথে আমার সামাজিক সম্পর্ক নেই, তাকে নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। মূলত বসুন্ধরা গ্রুপ তাদের ইস্যুটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র করছে। যে আদালতে মামলা দায়েরের কথা বলা হচ্ছে, ওই আদালতই মামলাটি স্থগিত করে দিয়েছে।
তিনি বলেন, এসব ষড়যন্ত্রে আমি বিচলিত নই। আমি বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশের সৎ সাহসী সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল। যে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে আমি চাই, পুলিশ, প্রশাসন সকলে মিলে তদন্ত করুক, প্রকৃত সত্যটা উঠে আসুক।