এটা আমার জন্য বিশেষ পাওয়া

| শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৮:৪২ পূর্বাহ্ণ

অভিনেতা, লেখক, অনুবাদক ও কণ্ঠশিল্পীও বটে। একই ব্যক্তির ভিতর এতো গুণের সমন্বয় সত্যিই খুবই বিরল। আর এই সব গুণের অধিকারী বরেণ্য অভিনেতা খায়রুল আলম সবুজ। যার শুদ্ধ শিল্প সাধনা করে কেটে গেছে জীবনের সূবর্ণ সময়গুলো। শিল্পের মাঝেই তিনি নিজেকে বার বার আবিষ্কার করেন আজও। এখনও এই অভিনেতা শিল্প চর্চায় নিজেকে জড়িয়ে রেখেছেন।
কেমন আছেন তিনি? খায়রুল আলম সবুজ বলেন, বয়সতো অনেক হলো, সেটাও কোন বিষয় নয়। কিন্তু করোনা আমাদের অনেক পিছিয়ে দিয়েছে কর্মে ও শারীরিকভাবে। করোনা মনে হয় স্মৃতি শক্তির উপর বিরাট আঘাত করেছে।
আজকাল অনেক কথাই মনে থাকে না। পরিশ্রম করলেই হাঁপিয়ে যাই। আপনার সামপ্রতিক অভিনয় ব্যস্ততা সম্পর্কে জানতে চাই? এই প্রসঙ্গে অভিনেতা বললেন, আগের মতো ব্যস্ততা আর কই। যৎসামান্যই কর্ম ব্যস্ততা। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর বায়োপিক-এ তার বাবা শেখ লুৎফর রহমানের চরিত্রে অভিনয় করেছি। ‘চিরঞ্জিব মুজিব’ নামের আরেকটি সিনেমায়ও তার বাবার চরিত্রে রূপদান করেছি। এটা আমার জন্য বিশেষ পাওয়া। কারণ দুটি ছবিই ঐতিহাসিক। এ ধরনের কাজ করার আনন্দ আলাদা। এর বাইরে ‘রূপসা নদীর বাঁকে’ সিনেমায় কাজ করলাম।

পূর্ববর্তী নিবন্ধমন্দিরার স্বপ্নপূরণ
পরবর্তী নিবন্ধঅভিনয়ে আরো দক্ষ হতে দুই গুণীর ছাত্র হলেন ইরেশ