এটা আমাদের লার্নিং ক্যাম্প আসল লক্ষ্য এএফসি বাছাই

মেয়েদের অনূর্ধ্ব-১৭ দলের কোচ লিটু

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৩৭ পূর্বাহ্ণ

সাফ উইমেন’স অনূর্ধ্ব১৭ চ্যাম্পিয়নশিপে শেষ মুহূর্তের নাটকীয়তায় ভারতকে ৪৩ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব১৭ নারী ফুটবল দল। তবে প্রতিশোধের জয় পেলেও শিরোপা ধরা দেয়নি মাহবুবুর রহমান লিটুর শিষ্যদের হাতে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের কাছে ২০ গোলে হেরেছিল বাংলাদেশ। গতকাল সেই হার শোধ করলেও শিরোপা নিশ্চিত হয়েছে ভারতের, রানার্সআপ হয়েই শেষ করতে হয়েছে বাংলাদেশকে। তবে এই আসরকে নিজেদের লার্নিংক্যাম্প বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশের কোচ লিটু। ইতোমধ্যে বাংলাদেশ সিনিয়র দল এবং অনূর্ধ্ব ২০ দল এশিয়ান কাপ নিশ্চিত করেছে। এই এই আসরের অভিজ্ঞতা এশিয়া কাপে দল কাজে লাগাতে পারবে বলে বিশ্বাস করেন বাংলাদেশের কোচ লিটু। ম্যাচের পর বাংলাদেশের কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘সর্বশেষ ম্যাচটা আমাদের জেতা দরকার ছিল। কারণ ভুটানের সঙ্গে আমরা বাজেভাবে একটি পয়েন্ট হারিয়েছি। তবে মেয়েরা আজকে সর্বোচ্চ চেষ্টা করেছে। আসলে এটা আমাদের জন্য একটি লার্নিং ক্যাম্প। এখান থেকে শিক্ষা নিয়েই আমরা সামনে এগোতে চাই। মূল লক্ষ্য এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব। ওই প্রতিযোগিতার আগে আরও সময় পাবো, চেষ্টা করব দলকে আরও ঝালিয়ে নিতে। আমি খুশি, মেয়েরা আজ সর্বোচ্চ এফোর্ট দিয়েছে। খেলাটাও খুব কম্পিটিটিভ ছিল।’ বাংলাদেশ শিরোপা জিততে না পারলেও ভারতের বিপক্ষে রোমাঞ্চকর এই জয় কিশোরীদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। যা আগামী বড় মঞ্চের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন কোচ লিটু।

পূর্ববর্তী নিবন্ধনতুন ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারের জয়