নগরীর বায়েজিদের চালিতাতলী খোন্দকিয়া পাড়ায় সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলাকে হত্যার ঘটনায় র্যাব দুজনকে গ্রেপ্তার করার পর এবার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে চালিতাতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন কালো সোহেল ও মো. বাবুল। তারা মামলার এজাহারভুক্ত আসামি নন। তদন্তে এ দুজনের নাম এসেছে বলে জানিয়েছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।
এর আগে গত শুক্রবার সকালে চান্দগাঁওয়ের হাজিরপুল এলাকায় অভিযান চালিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি আলাউদ্দিন ও হেলাল নামে দুজনকে গ্রেপ্তার করে র্যাব। এ নিয়ে সরোয়ার হত্যা মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে আইন–শৃঙ্খলা বাহিনী।
গত বুধবার সন্ধ্যায় চালিতাতলী খোন্দকিয়া পাড়ায় চট্টগ্রাম–৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণার সময় গুলিতে খুন হন সন্ত্রাসী সরোয়ার। এ ঘটনায় এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। ঘটনার পর সিএমপি হাসিব আজিজ সাংবাদিকদের বলেছিলেন, সরোয়ারকে টার্গেট করে এ মামলা চালানো হয়েছে। সরোয়ার খুনের ঘটনায় তার বাবা আব্দুল কাদের ৭ জনের নাম উল্লেখ করে বায়েজিদ থানায় গত শুক্রবার একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন সন্ত্রাসী মো. সাজ্জাদ প্রকাশ বড় সাজ্জাদ, মো. রায়হান, মোবারক হোসেন ইমন, বোরহান, আলাউদ্দিন, মো. হেলাল ও নিজাম উদ্দিন হাবিব। মামলায় ১৫–১৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বায়েজিদ থানার ওসি জসিম উদ্দিন আজাদীকে বলেন, র্যাবের হাতে গ্রেপ্তার দুজন এবং আমাদের হাতে গ্রেপ্তার দুজনসহ মোট চারজনকে আদালতে পাঠানো হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আবেদন করা হবে। তিনি বলেন, আমরা যে দুজনকে গ্রেপ্তার করেছি তারা এজাহারভুক্ত আসামি নন। তবে তারা ঘটনায় জড়িত। আমাদের তদন্তে তাদের নাম উঠে এসেছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।












