এগিয়ে শুধু চলা

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

নতুন বছর নতুন শুরু নতুন চলার পথ

নতুন বছর এলো চেপে নতুন আলোর রথ।

নতুন বছর নতুন সকাল নতুন রঙিন ফুল

আজ থেকে বাদ পঁচা বাসি সব অনিয়ম ভুল!

নতুন বছর বাগান জুড়ে ফোটা ফুলের ঘ্রাণ

নতুন করে খুশির জোয়ার মন করে আনচান।

নতুন খাতা গল্প ও গান নতুন লেখা ছড়া

নতুন বছর ভাবনা নতুন কড়কড়া ঝরঝরা!

নতুন বছর পাঁচন নাড়ু নতুন পিঠা পুলি

ঝোপের আড়ে গেয়ে ওঠে মৌটুসি বুলবুলি।

শাখায় ডালে পাতায় পাতায় নতুন হাওয়ার দোলা

চাষার বুকে রঙিন আশার খুশি আপনভোলা।

নতুন বছর সবাইকে আজ এই কথাটি বলা

নতুন গানে ছন্দেতে হোক এগিয়ে শুধু চলা!

পূর্ববর্তী নিবন্ধবোশেখ
পরবর্তী নিবন্ধধোপাছড়ি ডেকে যায় একাকী নিরালায়