করোনা মহামারিকালে জনগণের পাশে ছিল জনতা ব্যাংক। বঙ্গবন্ধুর হাতে লেখা ‘জনতা ব্যাংক’ জনগণের ব্যাংক হিসেবে সবসময় জনকল্যাণে নিবেদিত। করোনা পরিস্থিতিতে সবকিছু যখন বন্ধ রাখতে হয়েছে তখন জনতা ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নির্ভীক ভূমিকা পালন করেছে। জনতা ব্যাংক দেশের ব্যবসা বাণিজ্য উন্নয়ন তথা অর্থনৈতিক উন্নয়নে কাজ করে সবার আস্থা অর্জনে সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোনো পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।
জনতা ব্যাংকের সিইও অ্যান্ড এমডি, বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গতকাল শুক্রবার হোটেল আগ্রাবাদের ক্রিস্টাল বলরুমে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংক লিঃ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. কামরুল আহছানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মো. আব্দুল জব্বার। অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার হুসেইন ইয়াহিয়া চৌধুরী, মোহাম্মদ আবুল মনসুর, মোহাম্মদ শহীদুল ইসলাম এবং মাসফিউল বারী। সম্মেলনে ডিজিএমদের মধ্যে বক্তব্য দেন, মো. হুমায়ুন কবির চৌধুরী, মো. ফারুক আহমদ, মো. সরওয়ার কামাল, মো. জাকারিয়া, মো. মোস্তফা আনোয়ার ও আলেয়া বেগম। এজিএমদের মধ্যে বক্তব্য দেন, মো. নূরুল মোস্তফা, পিযুষ কান্তি ভদ্র, মো. আবুল মনসুর, মো. আবদুস শাকুর, ফজলুল হক, শম্ভু দাশ ও মো. ছিদ্দিক আকবর প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সব শাখা ব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপকসহ বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।