চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গতকাল ঘোষিত ফলাফলে জিপিএ–৫ এর দিক থেকে এগিয়ে থাকা ১০ স্কুলের তালিকায় প্রথম স্থানে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। কলেজিয়েট স্কুল থেকে এবার অংশ নিয়েছে ৪৭২ জন। জিপিএ–৫ পেয়েছে ৪১০ জন। পাসের হার ৯৯ দশমিক ৭৯ শতাংশ।
কলেজিয়েট স্কুলের পরেই ৩৭৪ জন জিপিএ–৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলে ৪৭৩ জন পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৪৬৮ জন। পাশের হার ৯৮ দশমিক ৯৮ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে মুসলিম হাই স্কুল। এ স্কুলে ৪৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩৩১ জিপিএ–৫ পেয়েছে। এ স্কুলটিই শতভাগ পাসের তালিকায় শীর্ষে রয়েছে। জিপিএ–৫ এর দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছে নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে ৫১৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ–৫ পেয়ছে ২৬০ জন। পঞ্চম স্থানে রয়েছে নৌ–বাহিনী হাই স্কুল অ্যান্ড কলেজ।
এ প্রতিষ্ঠানে ৪৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ–৫ পেয়েছে ২৫৭ জন। ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে জিপিএ–৫ পেয়েছে ২৪৩ জন। সপ্তম স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে ৩৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩২ জন জিপিএ–৫ পেয়েছে। অষ্টম অবস্থানে রয়েছে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। এ স্কুলে জিপিএ–৫ পেয়েছে ২২৫ জন। নবম স্থানে রয়েছে চট্টগ্রাম গভর্নমেন্ট হাই স্কুল। এ স্কুলে ২২৩ শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে। দশম স্থানে রয়েছে চট্টগ্রাম জেলার বাইরের কক্সবাজার গভর্নমেন্ট হাই স্কুল। এ স্কুলে জিপিএ–৫ পেয়েছে ১৮৯ জন শিক্ষার্থী। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ বলেন, এই তালিকা শুধু জিপিএ–৫ প্রাপ্তির ভিত্তিতে করা হয়েছে।