এগিয়ে আসলো ‘এ’ দল-এইচপির সিরিজ, সঙ্গে অস্ট্রেলিয়া সফরও

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৮:১৬ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টপ এন্ড টিটোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এছাড়া আরও ১০টি দল খেলবে টুর্নামেন্টটিতে। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি ক্রিকেট জানিয়েছে, এবারও টপ এন্ড সিরিজে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান শাহীন্স। তাদের সাথে নতুন করে যোগ দিচ্ছে নেপাল দল। বিগ ব্যাশের কয়েকটি দলসহ মোট ১১ টি দল খেলবে এই টুর্নামেন্টে। আর এই টুর্নামেন্ট খেলতে আগামী ৯ আগস্ট দেশ ছাড়ার কথা থাকলেও দুই দিন এগিয়ে ৭ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ এ দল। তার আগে চট্টগ্রামের মাটিতে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল এবং বাংলাদেশ হাই পারফর্মম্যান্স (এইচপি) দল। ম্যাচগুলো ১ আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও আজ ৩১ জুলাই থেকেই ‘এ’ দল ও এইচপি দলের মধ্যকার তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজটি শুরু হবে। বাকি দুটি ম্যাচ ১ ও ৩ আগস্ট হওয়ার কথা রয়েছে। গেল ১৭ জুন থেকে চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প করছেন রকিবুল হাসান, রিপন মন্ডল, জিসান আলমসহ এইচপি কোর ইউনিটে ডাক পাওয়া ২৮ ক্রিকেটার। এইচপি দলের ব্যস্ত সময়ে বসে ছিল না ‘এ’ দলের ক্রিকেটাররাও। সুযোগ পেলেই মিরপুরে অনুশীলন করছেন আকবর আলী, আফিফ হোসেন ধ্রুবরা। দুই দলের ক্রিকেটাররা তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতিও শুরু করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সাফল্য
পরবর্তী নিবন্ধইংল্যান্ড দলে নেই স্টোকস আর ভারতে নেই বুমরাহ