এগিয়ে আসতে পারে চবির ২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষা

জাতীয় নির্বাচন

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৫:৩৪ পূর্বাহ্ণ

জাতীয় নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের আভাস মিলছে। চলতি বছরের শেষ দিকে অথবা নতুন বছরের শুরুতেই হতে পারে ২০২৫২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা। ফলে শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার সময় যেমন কমে আসছে, তেমনি প্রশাসনের সামনে সময় ব্যবস্থাপনার নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে মার্চ মাসে ভর্তি পরীক্ষা আয়োজন করা বাস্তবসম্মত হবে না। এ কারণেই ভর্তি কার্যক্রম এগিয়ে আনার চিন্তাভাবনা চলছে। ১৫ অক্টোবর চাকসু নির্বাচন শেষ হওয়ার পর ভর্তি কমিটির বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বছর চবির ভর্তি পরীক্ষা হয়েছিল ১ মার্চ থেকে ২২ মার্চ। একই সঙ্গে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা নেওয়া হয়। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে প্রশাসন আশঙ্কা করছে, রাজনৈতিক ব্যস্ততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে পরীক্ষা আয়োজন পিছিয়ে যেতে পারে। আর পরীক্ষা পিছালে শিক্ষার্থীরা পড়বে সেশনজটের ফাঁদে।

কবে নাগাদ পরীক্ষা শুরু হতে পারে এমনটা জানতে চাইলে চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার বলেন, ভর্তি পরীক্ষার বিষয়টি আমার একার সিদ্ধান্ত নয়। কোর কমিটির সঙ্গে আলোচনা করেই আমরা শিক্ষার্থীদের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নেব। তবে আমরা চাই না পরীক্ষার্থীরা সেশনজটে পড়ুক। নির্বাচন ফেব্রুয়ারিতে হলে তখন পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তাই বিকল্প সময় নিয়েই এখন ভাবছি।

পূর্ববর্তী নিবন্ধকিশোরের গলা কেটে হত্যা, ব্যাটারি রিকশা ছিনতাই
পরবর্তী নিবন্ধস্তন ক্যানসার বিষয়ে নানা আয়োজন, চিকিৎসাসেবা