বৃষ্টির কারণে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে। ফলে তিন ম্যাচের সিরিজটি এখন পরিণত হয়েছে দুই ম্যাচের সিরিজে। আর এই সিরিজ না হারতে চাইলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। আর এগিয়ে যাওয়ার সে লক্ষ্য নিয়েই আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কিউইদের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। যদিও বাংলাদেশের পাশাপাশি নিউজ্যিল্যান্ডও চাইবে ম্যাচটি জিতে এগিয়ে যেতে। কারণ এই ম্যাচে যে দল হারবে তাদেরই সিরিজ হারের শংকা থাকবে। তাই জেতার লক্ষ্য দুই দলেরই। বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া প্রথম ম্যাচে বেশ ভালই দাপট দেখিয়েছিল বাংলাদেশের বোলাররা।
বিশেষ করে পেসার মোস্তাফিজুর রহমান যেন চেনা ছন্দে ফিরেছিলেন। আর স্পিনার নাসুম আহমেদ দারুণভাবে বল ঘুরিয়েছেন। ফলে সে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল সফরকারী নিউজিল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি আর হতে পারেনি বৃষ্টির বাধায়।
এই ম্যাচে মোস্তাফিজুর রহমানের পারফরমেন্স যেন চিন্তা মুক্ত করেছে টিম ম্যানেজমেন্টকে। বাজে পারফরমেন্সের কারণে একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে গিয়েছিলো মোস্তাফিজের। তবে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠলেন এই পেসার। যা বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের জন্য সুসংবাদ। নিউজিল্যান্ডের টপ–অর্ডারকে ধসিয়ে দিয়ে ৭ ওভারে ২৭ রানে ৩ উইকেট নেন তিনি। ডেথ ওভারে মোস্তাফিজের বোলিং
পারফরমেন্স ভালো থাকলেও নতুন বলে তাকে নিয়ে শংকা ছিল। কিন্তু পাওয়ার প্লেতে ২ উইকেট নিয়ে শঙ্কা কাটিয়ে দিয়েছেন মোস্তাফিজ। পাশাপাশি নাসুমের স্পিনটাও বেশ কার্যকর হয়েছে। যদিও দলের প্রথম সারির বোলাররা নেই এই সিরিজে। তাই আজকের ম্যাচটি বাংলাদেশের বোলারদের জন্যও কঠিন পরীক্ষা। পাশাপাশি ইনজুরি মুক্ত হয়ে দলে ফেরা তামিম ইকবাল এবং লম্বা বিরতির পর দলে জায়গা পাওয়া মাহমুদ উল্লাহর জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের দলে থাকতে হলে এ দুজনকে নিজেদের প্রমাণ করতে হবে। মোস্তাফিজের বোলিংয়ের বেশ প্রশংসা করেছেন
বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ নিক পোথাস। তিনি বলেন, গত এক মাস কঠোর পরিশ্রম করেছেন মোস্তাফিজ। নতুন বলে ছন্দ খোঁজার চেষ্টা করেছেন। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সাথে কঠোর পরিশ্রম করেছেন মোস্তাফিজ। বিশ্বকাপের আগে সঠিক সময়ে আমরা সে ফল দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশের আসল পরীক্ষাটা হবে ব্যাটারদের। বিশেষ করে সাকিব, মুশফিক, শান্তদের অনুপস্থিতিতে দায়িত্বটা তামিম, সৌম্য, মাহমুদ উল্লাহ, লিটন, তাওহিদ হৃদয়দের। ঘরের মাঠে এর আগে দুই সিরিজে নিউজ্যিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। এখন দেখার বিষয় এই সিরিজে কতটা আধিপত্য বজায় রাখতে পারে টাইগারার। আর সেটা করতে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই স্বাগতিকদের।