এখানে সন্ধ্যা নামে
ব্যস্ত রমণীর অগোছালো এলো চুলে
পুষ্পমঞ্জরির শাখে শাখে
ধোঁয়া উঠা কফির কাপের
চুমুকে চুমুকে।
এখানে সন্ধ্যা নামে
গীটারের সুরের মূর্ছনায়
কবিতার ক্যানভাসে স্বপ্নের পঙ্ক্তিতে
এখানে সন্ধ্যা নামে।
এখানে সন্ধ্যা নামে
কুয়াশা ঢাকা ছলোছলো নীল অন্ধকারে
আধখানা চাঁদের আদরের চাদরে
মোড়ানো হৃদয়ের দোরগোড়ায়।
এখানে সন্ধ্যা নামে
সবুজ ঘাসের শিশিরের ছোঁয়ায়
গাঁদা, সন্ধ্যা মালতীর ডগায় ডগায়–
এখানে সন্ধ্যা নামে।
এখানে সন্ধ্যা নামে
অভিমানী বিকেলের রক্তিম হৃদয়ের আর্তিতে
না বলা গল্পের অগোচরে
সোনালী সুখের অভিসারে।
সমস্ত উঠোন জুড়ে কমলা, সবুজ
প্রজাপতিদের হৈ চৈ কলকল রবে
আকাশের রূপ, রস, গন্ধ, ছায়া, মায়া নিয়ে
এখানে সন্ধ্যা নামে।