এখানে এখন স্মৃতি একুশে – ফাগুনের ডালে
ফোটা পলাশ রক্ত থোকা থোকা
ধমনীর স্পন্দনে শিমুল ফুল লোহিত-কণিকা।
মা না ফোটালে স্বর, ফোটে না বোল শিশুর মুখে
বাবা না বাড়ালে স্নেহ-হাত, সন্তান শেখে না হাঁটা-ছন্দ
ভাই না পরালে রাখী-বন্ধন, ভাসে বোন দরিয়া অকুলে
বোন না আঁকলে ভাই-ফোঁটা, যমের দুয়ারে পড়ে না কাঁটা
আত্মার সম্পর্কসূত্র – এখানে এখন স্মৃতি একুশে।
যেভাবে পাতার সবুজ রং ছিনে সচল ফুসফুস
আকাশ নীল-কণা আহৃত ভালোবাসা মেশে বুকে
চোখের মণি জ্বালে দৃষ্টি নিলীন ঊষা-আলোকে
ধরে ভর জাতির শিরদাঁড়া খালি পায়ের জোরে
প্রভাতফেরিতে – এখানে এখন স্মৃতি একুশে।
এখানে এখন স্মৃতি একুশে – শহিদ মিনার
অন্তর্হিত হলে কোনোদিন, বাঙালির সব যাবে চলে
শ্বাপদ-শকুন জানে তলে তলে।