টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হারের পর বাংলাদেশের সেমিফাইনাল সম্ভাবনা নিয়ে সাকিব আল হাসান বলেন-‘সত্যি বলতে, আমার মনে হয় না এই ম্যাচে হারার পর সেমিফাইনাল খেলার সুযোগ আমাদের আর আছে।’ তবে বাস্তবতা হলো, বাংলাদেশের সুযোগ এখনও আছে। যদিও তা খুব কঠিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের জয়ে জিইয়ে আছে বাংলাদেশের সম্ভাবনা। সম্ভাবনায় অনেকটা এগিয়ে অবশ্য গ্রুপের অন্য তিন দল। দুই ম্যাচের দুটিই জিতে পয়েন্ট তালিকার সবার ওপরে ভারত। তাদের রান রেট (২.৪২৫)। তারা সেমিফাইনালে প্রায় পৌঁছে গিয়েছে বলা যায়। আফগানিস্তানের কাছে পরাজয়ের পরও রান রেট বেশ ভালো অস্ট্রেলিয়ার। ০.২২৩ রান রেট নিয়ে তারা পয়েন্ট তালিকায় আছে দ্বিতীয় স্থানে। আফগানদের রান রেট –০.৬৫০। আর দুই ম্যাচেই হেরে যাওয়া বাংলাদেশের রান রেট (-২.৪৮৯)।
তবে কাগজে–কলমে এখনও টিকে আছে সব দলের সম্ভাবনা। যদি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান স্ব স্ব ম্যাচে জয় পায় সেক্ষেত্রে তিন দলের পয়েন্ট হবে চার। অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে এক রানে জেতে, তাহলে তাদের রান রেট টপকে যেতে বাংলাদেশের বিপক্ষে ৩৬ রানে জিততে হবে আফগানিস্তানকে। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া যদি রান তাড়া করে শেষ বলে জিতে তাহলে তাদের রান রেট পেছনে ফেলতে ১৬০ রানের লক্ষ্যে ১৫.৪ ওভারের মধ্যে জিততে হবে আফগানদের। অস্ট্রেলিয়ার জয়ের ধরনের ওপর নির্ভর করবে আফগানদের কী করতে হবে। ভারতকে ছিটকে দিতে হলে নিজেদের ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে জিততে হবে বড় ব্যবধানে। ভারতের বিপক্ষে ৪১ রানে জিতলে তাদের রান রেট টপকে যেতে পারবে অস্ট্রেলিয়া। তখন ভারতের রান রেট পেছনে ফেলতে বাংলাদেশের বিপক্ষে অন্তত ৮৩ রানে জিততে হবে আফগানদের।
যদি ভারত ও বাংলাদেশ নিজেদের স্ব স্ব ম্যাচে জেতে তখন ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে ভারত। অন্য তিন দলের পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে নেট রান রেটে নির্ধারিত হবে গ্রুপের দ্বিতীয় দল। রান রেটে এখনও ভালো অবস্থানেই আছে অস্ট্রেলিয়া। তারা ভারতের কাছে যত কম ব্যবধানে হারবে, অন্য দুই দলের কাজ ততই কঠিন হবে। আফগানিস্তান যদি বাংলাদেশের কাছে এক রানে হারে, তাহলে আফগানদের চেয়ে রান রেটে পিছিয়ে পড়তে অস্ট্রেলিয়াকে হারতে হবে ৩১ রানে।
আফগানিস্তানের চেয়ে রান রেটে এগিয়ে যেতে হলে বাংলাদেশকে জিততে হবে ৩১ রানে। তবে সেখানেই সমীকরণের শেষ নয়। সেমিফাইনালে উঠতে হলে নিজেদের এমন জয়ের পাশাপাশি বাংলাদেশকে কামনা করতে হবে, অস্ট্রেলিয়া যেন অন্তত ৫৫ রানে হারে। তাহলে সেমিতে যেতে পারবে নাজমুল হোসেন শান্তর দল। যদি অস্ট্রেলিয়া ও বাংলাদেশ জয় পায় তাহলে ভারত ও অস্ট্রেলিয়া সেমিফাইনালে পৌঁছে যাবে চার পয়েন্ট নিয়ে। আফগানিস্তান ও বাংলাদেশ দুই পয়েন্ট নিয়ে ছিটকে যাবে আসর থেকে। যদি ভারত ও আফগানিস্তান জিতে তাহলে ছয় পয়েন্ট নিয়ে ভারত ও চার পয়েন্ট নিয়ে আফগানিস্তান পৌঁছে যাবে সেমিফাইনালে। দুই পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া ও শূন্য পয়েন্ট নিয়ে বাংলাদেশ ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে।