এখন ঢাকাতেই হবে অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া

| শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ৯:০৩ পূর্বাহ্ণ

এখন থেকে ঢাকায় অস্ট্রেলিয়া হাই কমিশনের মাধ্যমেই বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া করা হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে। সরকারপ্রধানের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ফোনালাপে এই সিদ্ধান্তের কথা জানান। পরে উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করবে অস্ট্রেলিয়া। খবর বিডিনিউজের। গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঢাকায় ভিসা প্রক্রিয়া চালুর অনুরোধ জানিয়েছিলেন। এতদিন বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন দিল্লিতে অস্ট্রেলিয়া হাই কমিশনে প্রক্রিয়া করা হত।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে লবণ চাষী নিহত
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বন্ধ করা হল পাহাড় কেটে বালু উত্তোলন