‘এখন টার্গেট ওটিটি’

| সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ at ৭:২৩ পূর্বাহ্ণ

হৃদি হক। একেধারে অভিনেত্রী, নির্মাতা ও সংগঠক। সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠা তার। তাই ছোট থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন তিনি। বাবা প্রয়াত অভিনেতা ড. ইনামুল হক ও মা অভিনেত্রী লাকী ইনাম। দম্পতির বড় মেয়ে হৃদি হক। সমপ্রতি হৃদি হক তার প্রথম সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’ নির্মাণ করে প্রশংসা পেয়েছেন। সরকারি অনুদানপ্রাপ্ত ছবিটি তার বাবা ড. ইনামুল হকের গল্প ভাবনায় মুক্তিযুদ্ধকালীন ঘটনা প্রবাহ নিয়ে তৈরি।

ছবিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, গীতশ্রী চৌধুরী, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, লিটু আনাম, তারিন, হৃদি হক, আনিসুর রহমান মিলন, অর্ষা, সানজিদা প্রীতি, সজল, সাজু খাদেম, মৌসুমী হামিদ প্রমুখ। ছবিটি যুক্তরাষ্ট্রেও প্রশংসা কুড়িয়েছে। গতকাল থেকে শুরু হয়েছে দেশের সীমান্ত জেলা ঠাকুরগাঁওয়ে ছবিটি প্রদর্শনী। পরিচালক হৃদি হক বলেন, ‘১৯৭১ সেইসব দিন’ নিয়ে আমরা সারাদেশ ঘুরতে চাই। যাত্রাটা শুরু হলো ঠাকুরগাঁও দিয়ে। ছবিটি মুক্তযুদ্ধভিত্তিক। মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা নিয়ে নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে চাই। ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা হানাদারমুক্ত দিবস। এজন্য এখান থেকেই শুরু করলাম যাত্রাটি। ছবির অনেকটা শুটিংও ঠাকুরগাঁওয়ে হয়েছে।

প্রথম সিনেমা নির্মাণ করে প্রশংসা পেলেন? পরবর্তী পরিকল্পনা কি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন অনেকেই আমাকে নক করছে কাজের জন্য। এখন ওটিটি প্ল্যাটফরমের কাজ দর্শকপ্রিয়তা পাচ্ছে। এ মাধ্যমেও ডাক পাচ্ছি। এখানে কাজের অভিজ্ঞতা এখন পর্যন্ত আমার নেই। তাই পরবর্তী টার্গেট ওটিটি মাধ্যম।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবন্ধী দিবসে মুক্ত হলো বিশেষ সিনেমা
পরবর্তী নিবন্ধ‘অ্যানিমেল’ মুক্তিতে আপত্তি নেই চলচ্চিত্রের ১৯ সংগঠনের