সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শিক্ষার উন্নয়নে রাতদিন নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন বহুতল একাডেমিক ভবন নির্মাণের পাশাপাশি শেখ রাসেল কম্পিউটার ল্যাব চালু করে শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। তিনি গত শনিবার দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ে ৭৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ৩ তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বশির উদ্দীন খান মুরাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদ। আলোচনায় অংশ নেন আবদুস শুক্কুর, আবদুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী, অ্যাড. মো. দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, নুর মোহাম্মদ চৌধুরী, জামাল উদ্দিন মেম্বার, মাস্টার রূপক ঘোষ, এরশাদুর রহমান সুমন, ফয়েজ আহমদ টিপু, আসকর খান বাবু, শওকত খান, হেলাল মাহামুদ, ওসমান আলী ভুট্টো, নুর মোহাম্মদ, আনিছুর রহমান, মো. দেলোয়ার হোসেন, বিকাশ কান্তি দাশ, বন্দন বড়ুয়া, সাইফুদ্দিন মো. মানিক, সিরাজুল কাফি চৌধুরী প্রমুখ। একইদিন তিনি নবনির্মিত দোহাজারী ন্যাশনাল হাসপাতাল পরিদর্শন করেন।