মানুষের জীবনে শেখার যেন শেষ নেই। কিন্তু শেখার মত শেখাটা হচ্ছে কিনা সেটাই বড় কথা। এই যেমন নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দুটি সিরিজ যেন আরও একটি ‘শিক্ষাসফর’ হিসেবে শেষ হলো। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলে ছয় ম্যাচ খেলে একটিতেও জিততে পারল না টাইগাররা। হতাশার এই সিরিজের শেষটা হলো লজ্জাজনকভাবে। অকল্যান্ডে গতকাল বৃষ্টির কারণে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিণত হয়েছিল ১০ ওভারের ম্যাচে। নিউজিল্যান্ডের ছুড়ে দেয়া ১৪২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৯.৩ ওভারেই ৭৬ রানে অলআউট হয়েছে সফরকারিরা। দলের ব্যাটসম্যানদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন লিটন দাস। কিন্তু তার অধিনায়কত্বটা শুভ হলো না।
ম্যাচ শেষে লিটন স্বীকার করলেন, তাদের দল ভালো ক্রিকেট খেলতে পারেনি। এই ব্যাটসম্যান বলেনর আমরা ব্যাটিং এবং ফিল্ডিংয়ে ভালো ক্রিকেট খেলতে পারিনি। এটাই আমাদের ভুগিয়েছে। উপমহাদেশের উইকেটে খেলায় অভ্যস্ত হওয়ায় নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটে মানিয়ে নেয়া যায়নি। তবে তারা শিখছেন কিভাবে এখানে খেলা যায়। এমন কথাও শোনালেন লিটন। তিনি বলেন, আমরা উপমহাদেশের উইকেটে খেলি। কিন্তু বাউন্সি উইকেটে নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে কিভাবে খেলতে হয় সেটা আমাদের ভাবতে হবে। আমরা শিখছি, উইকেট এবং কন্ডিশন দেখে শিখছি এখানে কিভাবে খেলতে হয়।