বিশ্বকাপ শুরু থেকে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসলেন সাকিব। তাই সংগত কারণে সাকিবের কাছে জানার বিষয় ছিল অনেক কিছু। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবও দিয়েছেন সাকিব। তবে সেখানে যে হতাশাটা ফুটে উঠেছে তা হচ্ছে টানা তিন ম্যাচে হারা। তাই আর হারতে চাননা তিনি। যদিও ব্যাটিং নিয়ে তার মধ্যে একটা হতাশা রয়েছে। তবে সাকিব বলেন আগের ম্যাচ গুলোতে আরো ভালো ব্যাটিং করার সুযোগ ছিল। অন্যরা যেখানে তিনশ, সাড়ে তিনশ করছে সেখানে আমাদের অন্তত তিনটি ম্যাচে তিনশর কাছাকাছি রান করার সুযোগছিল। কিন্তু সেটা হয়নি। তবে আশা করছি সামনের ম্যাচ গুলোতে আমরা ভুল ভ্রান্তি পেছনে ফেলে এগিয়ে যেতে পারবো।
বিশ্বকাপের আগে বাংলাদেশের পেস বোলিং ইউনিট বেশ ভালো করেছিল। কিন্তু বিশ্বকাপে সেটা পারছেনা কেন। তেমন প্রশ্নের জবাবে সাকিব বলেন এখানে বোলারদেরকে ভাল করতে হবে। যদিও ব্যাটাররা বেশি রান করছে। তবে বোলারদের দায়িত্বটা নিতে হবে। কিন্তু আমাদের পেসাররা সেটা পারছেনা। তবে সবাই নিজেদের নিয়ে কাজ করছে। কিভাবে ফিরে আসা যায় তা নিয়ে আলোচনা চলছে। সবাই চাইছে ভাল করতে। সাকিব বলেন আগের চারটি ম্যাচ যদি দেখেন তাহলে আমাদের অনেকেই ব্যক্তিগতভাবে বেশ ভাল করেছে। যদিও আরো ভালো করার সুযোগ ছিল। তবে আমরা দলগতভাবে ভাল করতে পারিনি। সেটাই আসলে করার দরকার ছিল।
মিরাজের উপরে ব্যাটিং কিংবা মাহমুদ উল্লাহর নিচে ব্যাটিং নিয়েও কথা বলেণ সাকিব। তিনি বলেণ আসলে আমরা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছিলাম মিরাজকে উপরে খেলানোর আর মাহমুদউল্লাহকে নিচে খেলানোর। তারা স্ব স্ব জায়গায় বেশ ভাল করেছে। তবে অন্যরা সবাই মিলে ভাল করতে পারলে আমাদের হয়তো একাধিক জয় আসতে পারতো। তবে সাকিব এখনো হতাশ হওয়ার কোন কারন দেখছেন না। কারন বিশ্বকাপে আরো অনেক কিছু ঘটবে। তাই একেবারে সব শেষ হয়ে গেছে তেমন মনে করার কোন কারন নেই। এখনো শেষ চারে খেলার সুযোগ দেখছেন সাকিব। তবে সেটা নির্ভর করবে পরের ম্যাচ গুলোতে কেমন খেলতে পারছে তার উপর। নিজের ইনজুরি নিয়ে কথা বলেছেন সাকিব। তিনি বলেন আগের দিন অনুশীলন করতে গিয়ে কোন ব্যথা অনুভব হয়নি। তেমন কোন সমস্যাও হয়নি। তাই বলতে পারি আমি ফিট আছি। এখন আরকেটু পরীক্ষা করে দেখার বিষয় আছে। তবে সাকিব আশা করছেণ তিনি ফিট আছেন। আর বিশ্বকাপের মত আসরে কেউই কোন ম্যাচ মিস করতে চায় না। নিজের ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ ম্যাচ মিস করলেন সাকিব। তা তাকে কষ্ট দিয়েছে বলেও জানান তিনি।
দক্ষিণ আফ্রিকা ভাল করছে। তাই তাদেও হারাতে হলে নিজেদের আরো ভাল করতে হবে বলে মনে করেন সাকিব। মুম্বাইয়ে খেলা হওয়াতে এখানে ব্যাটারদের রোলটা বেশি বলে মনে করেন টাইগার অধিনায়ক। ছোট মাঠ, উইকেট ব্যাটিং উপযোগী। তাই এখানে স্পিনারদেরর তেমন কিছু করার নেই। তবে এখানে সবাই মিলে একসাথে হয়ে খেলতে পারলে দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব।
সাকিব বলেন আমাদের কিছু জায়গা আরো ভাল করার সুযোগ ছিল। কিন্তু সেগুলো আমরা করতে পারিনি। যে কারনে আমরা টানা তিন ম্যাচে হেরেছি। তাই স্বপ্ন দেখা ছাড়তে চাননা সাকিব। স্বপ্ন নিয়েই বিশ্বকপের শেষ পর্যন্ত এগিয়ে যেতে চান। আর নতুন করে দেখতে শুরু করা সে স্বপ্নে শুরুটা হচ্ছে আজ মুম্বাই থেকে।