এখনো পাওয়া যায়নি হাসানের মাথা

স্ত্রী ও বড় ছেলের ৫ দিনের রিমান্ড

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

নগরীতে মো. হাসান নামে এক ব্যক্তিকে হত্যা করে কেটে ১০ টুকরা করার মামলায় তার স্ত্রী ছেনোয়ারা বেগম ও বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। তিনি বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের বরইতলি এলাকার সাহাব মিয়ার ছেলে। এদিকে এখন পর্যন্ত হাসানের শরীরের ৯ টুকরা পাওয়া গেলেও মাথা এখনো পাওয়া যায়নি।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো পরিদর্শক ইলিয়াস খান জানান, হাসান হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তার স্ত্রী ও বড় ছেলে। আদালতে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। এছাড়া ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে মো. হাসানের মরদেহের আঙুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার সকালে নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকায় একটি বস্তা থেকে হাসানের শরীরের অবশিষ্ট অংশও উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী ছেনোয়ারা বেগম ও সন্তান মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পিবিআই। এর আগে বৃহস্পতিবার রাতে লাগেজের ভেতর থেকে মরদেহের হাতপা ও আঙুলের ৮ টুকরা খণ্ডিত অংশ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছিল। ঘটনা তদন্তে কাজ শুরু করে পিবিআই।

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, মো. হাসান দীর্ঘ ২৭ বছর আলাদা ছিলেন। সম্প্রতি তিনি স্ত্রীসন্তানের কাছে ফিরে এলেও তারা তাকে বাড়িতে থাকতে দেয়নি। এর আগে হাসানকে মৃত উল্লেখ করে সন্তান মোস্তাফিজুর জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। তিনি ফিরে আসায় সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে ১৯ সেপ্টেম্বর রাতে ইপিজেড থানাধীন আকমল আলী সড়কের জমির ভিলার ৭ নম্বর বাসায় স্ত্রী ও সন্তান মিলে তাকে খুন করে। এরপর মরদেহ কেটে টুকরা টুকরা করে লাগেজ ও বস্তায় ভরে পতেঙ্গা ও আকমল আলী রোডের পাশে ফেলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিনিয়ার আবদুল খালেকের ৬১তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধগরু চুরিতে বাধা, খামার কর্মচারীকে ছুরি মেরে পালালো চোর