এখনো ঠিক হয়নি ফেরি সার্ভিস চালুর দিনক্ষণ

তিন দফায় অংশ নেয়নি কেউ, আজ চতুর্থ দফা টেন্ডারের ওপেনিং ঈদের পর কালুরঘাট সেতুর সংস্কার কাজ শুরুর পরিকল্পনা

শুকলাল দাশ | বৃহস্পতিবার , ২২ জুন, ২০২৩ at ৭:৪৫ পূর্বাহ্ণ

কালুরঘাটে ফেরি সার্ভিস চালুর ব্যাপারে এখনো দিনক্ষণ ঠিক করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। ফেরি সার্ভিস চালু না হলে সেতুর উপর দিয়ে যানবাহন চলাচলও বন্ধ করা যাবে না। আর সেতু দিয়ে গাড়ি চলাচল বন্ধ না হলে শুরু করা যাবে না সংস্কার কাজও। অথচ ঈদের পর কালুরঘাট সেতুর সংস্কার কাজ শুরুর পরিকল্পনা রয়েছে রেলওয়ের।

এদিকে চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ কালুরঘাটের নিচে কর্ণফুলী নদীতে ফেরি সার্ভিস চালুর পরপর তিন দফা টেন্ডার আহ্বান করলেও কোনো প্রতিষ্ঠান অংশগ্রহণ করেনি। এভাবে টেন্ডারে কেউ অংশ না নেয়ায় চালু করা যাচ্ছে না কালুরঘাট ফেরি সার্ভিস। আজ চতুর্থ দফা টেন্ডারের ওপেনিং। সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, আমরা ঈদের পর ফেরি চালুর জন্য চেষ্টা করছি। ফেরির রক্ষণাবেক্ষণসহ ইজারা আদায়ের জন্য আমরা পরপর তিনবার টেন্ডার আহ্বান করেছি, কিন্তু কেউ অংশগ্রহণ করেনি। আজ চতুর্থ দফা টেন্ডারের ওপেনিং। তিনি বলেন, রেলওয়ে সেতু মেরামত করতে যাচ্ছে। সেতু মেরামত করতে গেলে সেতু বন্ধ করতে হবে। সেতু বন্ধ করলে গাড়িগুলো যাবে কোথায়? তারা তো (রেলওয়ে) আমাদেরকে ফেরি সার্ভিস চালুর ব্যাপারে কোনো ধরনের সহযোগিতাও করেনি। বরং আমরা ফেরি সার্ভিসের কাজ করতে গেলে তারা (রেলওয়ে) জায়গা নিয়ে আমাদের কাজে বাধা সৃষ্টি করেছে। আজ টেন্ডারের ওপেনিং হলে আমরা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। আশা করছি ঈদের পর আমরা ফেরি সার্ভিস চালু করতে পারব।

এদিকে রেলওয়ের প্রকৌশল বিভাগ থেকে জানা গেছে, আগামী সেপ্টেম্বরে দোহাজারীকঙবাজার রুটে ট্রেন চালুর পরিকল্পনা নিয়ে পুরনো কালুরঘাট সেতু সংস্কারের উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। এজন্য সেতু মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হলে ম্যাঙ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কাজের জন্য মনোনিত হয় এবং ৪৩ কোটি টাকায় এই প্রতিষ্ঠানের সঙ্গে রেলওয়ের গত রোববার চুক্তি স্বাক্ষর হয়। আগামী তিনমাসের মধ্যে সেতুটি মেরামত করা হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে কালুরঘাট সেতুতে বিদ্যমান রেল লাইনের সংস্কার কাজ শেষ করে কঙবাজার রুটে ট্রেন চালানো হবে। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী কঙবাজার রুটে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।

এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা আজাদীকে বলেন, কালুরঘাট সংস্কারের জন্য ঠিকাদারের সঙ্গে চুক্তি হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সেতুর সংস্কার কাজ শুরু হবে। আমাদের টার্গেট ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করা। সেপ্টেম্বরের মধ্যে সেতুর মূল কাজ শেষ করে কঙবাজার রুটে ট্রেন চালানোর লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনজর কেড়েছে ২৩ মণ ওজনের ‘কালা বাবু’
পরবর্তী নিবন্ধরহমতগঞ্জে ঠিকাদারকে ছুরিকাঘাত