এক হেমন্তের বিষণ্ন বিকেলে
বলেছিলে হবে দেখা,
শিউলি তলায় ঝরে পরা ফুল
আঁকবে বিরহ রেখা।
কত শত ইচ্ছে জমানো ছিলো
আমারই হৃদয় মাঝে,
হিম কুয়াশার চাদর জড়িয়ে
বসবো দু‘জনে সাঁঝে।
হেন কারণে হেমন্তিকার সনে
হয়নি মিতালি সেদিন,
ধূসর ধুলোয় ঢাকা পড়েছিল
খুচরো কথার ঋণ।
মন ভাঙা সুরে এই ভবঘুরে
গাইছিলো কোন গান?
খানিক বাদে মনে দিলো দোলা
কচি আউশের ঘ্রাণ।
দিগন্তে হারায় পরিযায়ী মেঘ
কার কথা ভেবে রোজ?
শেষ শরতে হেমন্ত রাজ
নেয়নি কি তবে খোঁজ?