এক হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজের আমন্ত্রণ সৌদি আরবের

| মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ১০:০৯ পূর্বাহ্ণ

গাজায় ইসরায়েলের চলমান হামলায় পরিবারের সদস্যদেরকে হারানো এক হাজার ফিলিস্তিনকে এ বছর বিনা খরচে হজের আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। খালিজ টাইমস জানায়, এই ফিলিস্তিনিদের হজের সব খরচ বহন করবেন খোদ সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। খবর বিডিনিউজের।

যেসব ফিলিস্তিনির স্বজনরা কারাবন্দি হয়েছে কিংবা ইসরায়েলের হামলায় আহত হয়েছে তাদেরকেও দেওয়া হয়েছে ফ্রি হজের আমন্ত্রণ। চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ফিলিস্তিনি হজযাত্রীদের যাত্রার শুরু থেকে সৌদি আরবে পৌঁছা পর্যন্ত প্রয়োজনীয় সেবা ও সুযোগ সুবিধার ব্যবস্থা করতে এরই মধ্যে সব নির্বাহী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছে সৌদি বার্তা সংস্থা। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় দাওয়া অ্যান্ড গাইডেন্স এসব পরিকল্পনা বাস্তবায়ন করবে। হজ ও ওমরাহর জন্য সৌদি আরবের দুটো পবিত্র মসজিদের অতিথি প্রকল্পের তত্ত্বাবধানের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ১,২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হওয়ার পর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় গাজা ধ্বংস হয়ে গেছে। সেখানকার প্রায় পুরো জনগোষ্ঠীই বাস্তুচ্যুত হয়েছে। হামাসপরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় অন্তত ৫৩ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু। কেবল প্রাণহানিই নয়, ইসরায়েলের অবরোধে গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে। হামাসের ওপর জিম্মি মুক্তির জন্য চাপ বাড়াতে ইসরায়েল গাজায় গত মার্চ থেকে খাবার, পানি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ বন্ধ করে রেখেছে।

পূর্ববর্তী নিবন্ধবাইডেনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত, ধরন গুরুতর