একটি সাপ সবার অজান্তে ঢুকে পড়েছিল বিদ্যুতের সাবস্টেশনে। আর সেখানে যন্ত্রের মধ্যে ঢুকে নিজেও মরেছে পাশাপাশি প্রায় ১০ হাজার পরিবারকে করেছে বিদ্যুৎহীন। এই ঘটনা ঘটেছে জাপানের ফুকুশিমার কোরিয়ামা শহরে। খবর বাংলানিউজের।
মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদনে বলা হয়, গত ২৯ জুন দুপুর ২টা ১০ মিনিটে ফুকুশিমায় কোরিয়ামা শহরে বিদ্যুৎ চলে যায়। সেদিন শহরটিতে তীব্র গরম ছিল। পরে অনুসন্ধানকারীরা দেখেন, বিদ্যুতের সাবস্টেশনের যন্ত্রের মধ্যে সাপ ঢুকে বসে আছে।
কর্মকর্তারা জানান, সাপটিকে যখন পাওয়া যায় তখনও সেটি জ্বলছিল। একটি তারের সংস্পর্শে এসে সাপটি বিদ্যুতায়িত হয়। ফলে ওই যন্ত্রটিতে আগুন লেগে যায়। পরে দমকল কর্মীরা এসে তা নেভায়। সাপের এমন কর্মকাণ্ডে ১০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। স্থানীয় একজন নাপিত জানান, ওইদিন বিদ্যুৎ না থাকায় তার দ্রুত দোকান বন্ধ করতে হয়।