এক সপ্তাহ ধরে বন্ধ মাতারবাড়ি কয়লা বিদ্যুতের একটি ইউনিট

বয়লারে ছাই

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৬:৩৬ পূর্বাহ্ণ

বয়লারে ছাই জমার কারণে মাতারবাড়ি তাপ বিদ্যুৎকেন্দ্রে গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে একটি ইউনিটের উৎপাদন। ত্রুটি সেরে পুনরায় উৎপাদনে যেতে সময় লাগতে পারে আরও এক মাস। চালু থাকা ৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন অপর ইউনিটে দৈনিক বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৪০০ মেগাওয়াটের নিচে। ফলে জাতীয় গ্রিডে রয়েছে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি।

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বয়লারে ছাই জমার কারণে এমনটি হয়েছে। ছাই পরিষ্কার করে আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে এই ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে। সর্বশেষ ২০ নভেম্বর বিকেল পর্যন্ত কেন্দ্রের দুটি ইউনিট থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। ২০২২ সালের ২৯ জুলাই তাপ বিদ্যুৎকেন্দ্রে ৬০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট চালু হয়। দ্বিতীয় ইউনিট চালু হয় ২০২৪ সালের ১৮ ডিসেম্বর। শুরুর দিকে দুটি ইউনিট থেকে কয়েকবার সর্বোচ্চ ১ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। কিন্তু ২০ নভেম্বর বিকেল থেকে হঠাৎ একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট প্রকৌশলীরা বলছেন, ইউনিটটি চালু হতে বেশ কয়েক দিন সময় লাগবে। অপর ইউনিট থেকে প্রতিদিন গড়ে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ৪০০ মেগাওয়াটের নিচে।

মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের পরিচালক মুহাম্মদ সাইফুর রহমান বলেন, প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় মেরামতের জন্য একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছে। সম্ভবত বয়লারে ছাই জমার কারণে এমনটি হয়েছে। ছাই পরিষ্কার করে আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে এই ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে। সর্বশেষ ২০ নভেম্বর বিকেল পর্যন্ত কেন্দ্রের দুটি ইউনিট থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। উল্লেখ্য, কয়লা সংকটের কারণে ইতিপূর্বে বিদ্যুৎ কেন্দ্রটির একটি ইউনিট একাধিকবার বন্ধ হয়েছিল। বর্তমানে কয়লার সংকট নেই জানিয়ে প্রকৌশলী মুহাম্মদ সাইফুর রহমান বলেন, প্রকল্পের চাহিদা পূরণে নিয়মিত কয়লা আমদানি হচ্ছে। প্রকল্পের অবকাঠামোগত নির্মাণকাজও ইতিমধ্যে শেষ হয়েছে। প্রযুক্তিগত সমস্যা দূর এবং বন্ধ ইউনিট চালু করতে জাপানের প্রকৌশলীরা শিগগিরই কাজ শুরু করবেন। আশা করা যাচ্ছে সহসায় ত্রুটি ছেড়ে পুনরায় উৎপাদনে যেতে পারবো।

পূর্ববর্তী নিবন্ধলকারে পাওয়া স্বর্ণ শুধু হাসিনার নয়,পরিবারের সদস্যদেরও : দুদক
পরবর্তী নিবন্ধখালেদা জিয়া শঙ্কামুক্ত, রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে