এক সপ্তাহের মধ্যে সীতাকুণ্ড ও হাটহাজারীর পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ

উত্তর জেলা আ. লীগের কার্যনির্বাহী কমিটির সভা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড ও হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে জেলা আওয়ামী লীগের (উত্তর জেলা আওয়ামী লীগে) কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সম্মেলনের মধ্যদিয়ে এই দুই উপজেলায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে প্রায় আড়াই বছর চলছে। এই দীর্ঘ সময়েও সীতাকুণ্ড এবং হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি জেলা কমিটির কাছে জমা দিতে পারেননি। এজন্য গতকালের উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির মুলতবী সভায় বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়।
আলোচনা শেষ দুই উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি জমাদানের জন্য ১ সপ্তাহ সময় দেয়ার সিদ্ধান্ত হয়। এই এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে ব্যর্থ হলে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার পাশাপাশি আগামী ১৬ মার্চ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জিইসি কনভেনশন সেন্টারে জেলা আওয়ামী লীগের তৃণমূলের প্রতিনিধি সভায় বিষয়টি উত্থাপন করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক বিরোধ দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উপস্থিতিতে নিরসন করার সিদ্ধান্ত হয়েছে। সভায় সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের কমিটিতে বেশ কিছু অনুপ্রবেশকারী ঢুকেছে বলে জেলা আওয়ামী লীগের কাছে যেসব অভিযোগ করা হয়েছে সেই ব্যাপারটি সমাধানেরও সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে সীতাকুণ্ড উপজেলা ও হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, সাধারণ সম্পাদক এস এম আল মামুন। হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন সোহরাব হোসেন নোমান।
এদিকে গতকালের সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঈর্ষণীয় সাফল্যের কারণে দেশ ও সরকার বিরোধী একটি চক্র আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই এসব চক্রান্তকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
সংগঠনের দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, মো. আবুল কালাম আজাদ, এটিএম পেয়ারুল ইসলাম, জসিম উদ্দিন, মহিউদ্দিন রাশেদ, আফতাব উদ্দিন চৌধুরী, স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান মিতা এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, নজরুল ইসলাম তালুকদার, সম্পাদকমণ্ডলীর সদস্য মহসীন জাহাঙ্গীর, মো. আলী শাহ, ইঞ্জিনিয়ার মো. হারুন, ইদ্রিচ আজগর, আলাউদ্দিন সাবেরী, জাফর আহমেদ, প্রদীপ চক্রবর্ত্তী, মো. নুর খান, নাজিম উদ্দিন তালুকদার প্রমুখ।
সভায় আগামী ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ দিবস, ১৬ মার্চ জিইসি কনভেনশনে কেন্দ্র ঘোষিত তৃণমূল প্রতিনিধি সভা, ১৭ মার্চ প্রেসক্লাবে বঙ্গবন্ধুর জন্মদিনের আলোচনা সভা, ২৪ মার্চ মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা, ২৫ মার্চ কালরাত্রিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন এবং ২৬ মার্চ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের সিদ্ধান্ত হয়। সভার শুরুতে সীতাকুণ্ড আওয়ামী লীগের উপদেষ্টা ও শিল্পপতি নাসির উদ্দিন এবং শ্রমিক নেতা শামসুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘বৃক্ষ’ সকল প্রাণীরই আশ্রয়স্থল
পরবর্তী নিবন্ধচন্দনাইশে লেগুনায় বাসের ধাক্কা, পাঁচ শিক্ষার্থী আহত