এক সপ্তাহেও খোঁজ মিলেনি মাদ্রাসাছাত্র রাফির

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

এক সপ্তাহ পেরুলেও সন্ধান মিলেনি অক্সিজেন শীতল ঝর্ণা আবাসিকের দারুল ফালাহ আল ইসলামিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ হোসেন রাফির (১৩)। গত ৭ জুন নগরীর অক্সিজেনস্থ পশ্চিম শহীদ নগর থেকে হারিয়ে যায় সে।

তার পরিবারের সদস্যরা জানান, বিকেলে পশ্চিম শহীদ নগর আমতল এলাকায় তার নানার বাড়ি বাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী এক সহপাঠীর বাসায় যায় রাফি। তারপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। তার খোঁজে মাইকিং করা হয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান পাওয়া যায়নি। বাসা থেকে বের হওয়ার সময় রাফির পরনে ছিলো কালো হাফ প্যান্ট ও সাদা গেঞ্জি। তার গায়ের রং ফর্সা এবং উচ্চতা ৫ ফুট। এ ব্যাপারে ১২ জুন বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ৮৯১) করা হয়েছে।

নিখোঁজ রাফি পাঁচলাইশ চালিতাতলী বাজারস্থ চাঁন মাঝির বাড়ির গিয়াস উদ্দিনের বড় ছেলে। তার মায়ের নাম মোছাম্মৎ রুশনি আকতার। রাফির সন্ধান পেয়ে থাকলে তার বাবার মোবাইল নম্বর ০১৮৮৩৩২৮১১০ যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ৮০ বছরের ভবঘুরে বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধমানবকল্যাণ ফোরামের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা