এক লাখ ঘনফুট বালু জব্দ, দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া-বোয়ালখালী

লোহাগাড়া ও বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

লোহাগাড়া ও বোয়ালখালী উপজেলায় পৃথক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন এবং ফসলি জমির টপসয়েল কাটার দায়ে গতকাল বুধবার ৫ ব্যক্তিকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, জব্দ করা হয়েছে এক লাখ ঘনফুট বালু।

লোহাগাড়া প্রতিনিধি জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, চুনতি ইউনিয়নের সাতগড় লম্বাশিয়া ছড়া হতে অবৈধভাবে বালু উত্তোলনের খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১১টি স্তূপে প্রায় ১ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তাই ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে।

অপর এক অভিযানে কলাউজান ইউনিয়নের গাবতল এলাকায় কৃষি জমির টপসয়েল কাটায় মোবারক হোসেনকে ১ লাখ টাকা এবং মাটি কাটার সাথে জড়িত ডাম্প ট্রাক মালিক শাহ আলমকে ১০ হাজার টাকা ও রুহুল কুদ্দুসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বনবিভাগের জায়গা সুরক্ষিত রাখতে নিয়মিত টহল জোরদারসহ সার্বিক ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযানে চুনতি রেঞ্জের সাতগড় বনবিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার, এসআই সত্যজিতসহ পুলিশ, আনসার ও বনবিভাগের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। বোয়ালখালী প্রতিনিধি জানান, উপজেলার শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোহাম্মদ সাইফুদ্দিন এবং আহম্মদ মনসুর নামে দুজনের কাছ থেকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ বিধ্বংসী অবৈধ ড্রেজারে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মোহাম্মদ মামুন।

পূর্ববর্তী নিবন্ধপুরোহিতকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধভাষা শহীদদের সম্মানে হাই কোর্টে বাংলায় রায়