চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পর পর দুটি গাড়ি খাদে পড়ে যায়, এতে অন্তত ৭-৮ জন আহত হয়।
মঙ্গলবার (১ লা এপ্রিল) ভোরে চুনতি জাঙ্গালিয়া মাজারের বাঁকে দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে ঢাকা এবং কুমিল্লা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী মাইক্রোবাস ও নোহা গাড়ি দুটি জাঙ্গালিয়া মাজার সংলগ্ন বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মোস্তফা গ্রুপের প্রজেক্টে পড়ে যায়। এতে ৭ জন আহত হয়। আহতরা হলেন ঢাকা চকবাজার এলাকার আবু বক্করের মেয়ে মিনার শারমিন (৪২), একই এলাকার সাইফুল ইসলামের মেয়ে মেহেক ইসলাম (১৬), একই এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে ফারিহা সিদ্দিক (২২), একই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী নুরজাহান (৪৭), একই এলাকার ইয়াসিন আরাফাতের স্ত্রী ফাতেমা (৩২), ছেলে আরাফাত (৬), আহত অপরজন নোমান (২০) কুমিল্লা জেলার লালমাই থানার কাছিয়া পুকুরিয়া গ্রামের মৃত ইয়াকুবের পুত্র বলে জানা গেছে।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে আজাদীকে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, তবে স্থানীয়রা একজন নিহতের খবর বললেও তিনি বলেন নিহতের বিষয়ে কোন খবর আমরা পাইনি, গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।