এক যুগ আত্মগোপনে থাকার পর ধরা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৫:০৪ পূর্বাহ্ণ

রাঙামাটির চন্দ্রঘোনা থানা এলাকার চাঞ্চল্যকর হত্যা মামলার এক আসামিকে রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আবদুল কুদ্দুস (৪২)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নের বনগ্রাম আজিজনগর এলাকার সিদ্দিক আহমদের ছেলে। গত সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব৭ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ২০১০ সালের একটি হত্যা মামলার ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর তিনি চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন এবং সর্বশেষ নিজ এলাকায় অবস্থান করছিলেন। গত রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগোলামুর রহমান মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে