এক ম্যাচ হাতে রেখে দ. আফ্রিকায় সিরিজ জিতলো বাংলাদেশের যুবারা

| রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৯:২০ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম মাচে বড় ব্যবধানে জয়ের পর গতকাল শনিবার দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব১৯ ক্রিকেট দল। আগে ব্যাটিং করে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে। জবাবে প্রোটিয়ারা ১৬১ রানে আউট হয়। তাতে ১০৪ রানের বড় জয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে আজিজুল হাকিম তামিমের দল। বেনোনিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ করে যুবারা। সর্বোচ্চ ৬৭ রান আসে অধিনায়ক আজিজুল হাকিমের ব্যাট থেকে। এছাড়া জাওয়াদ আবরার ৫৭ এবং রিজান হোসেন ৫২ রানের ইনিংস খেলেন। ২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশি বোলারদের কাছে খেই হারায় প্রোটিয়া ব্যাটাররা। স্বাধীন ইসলাম, আল ফাহাদ ও তামিমের বোলিংয়ে ১৬১ রানেই গুটিয়ে যায় স্বাগতিক দল। ২টি করে উইকেট নেন স্বাধীন ইসলাম, আল ফাহাদ ও তামিম। সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেছেন জেসন রোলস।

পূর্ববর্তী নিবন্ধজুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধঢাকায় এসিসির সভা বর্জন করবে ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান